পানছড়িতে ইয়াবাসহ নারী আটক
খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবাসহ এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পানছড়ি মোল্লাপাড়াস্থ আক্কাছ আলীর টিলা এলাকা থেকে তাকে আটক করে।
আটক শাহানাজ বেগম (৫৫) উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউপির মোল্লাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের সহধর্মিনী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস কমলা রংয়ের ইয়াবাসহ শাহানাজকে আটক করে পুলিশ।
পানছড়ি থানার ওসি মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।