পাপনের কাছে ১০০ কোটি টাকা চেয়েছে বাফুফে
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের কাছে ১০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট চেয়েছে ফুটবল ফেডারেশন। তবে এখনই তা পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এশিয়ান কাপে খেলার লক্ষ্যমাত্রা সেট করে যে চাহিদাপত্র দিয়েছে বাফুফে, ধাপে ধাপে তা পূরণ করা হবে বলেও জানান নাজমুল হাসান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব নিয়েই বিভিন্ন ফেডারেশনের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নাজমুল হাসান পাপন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তাদের নিয়ে বৈঠকে বসলেন নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়ামন্ত্রীর অগ্রাধিকার লিস্টে আছে বাফুফে। তাই নিজেদের দাবি দাওয়া উপস্থাপনের জন্য বেশ লম্বা সময় পেলেন ফেডারেশন কর্তারা।
জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে বছরজুড়ে চলে বাফুফের বেশ কিছু কার্যক্রম। এ জন্য মাঝেমধ্যেই আর্থিক টানাপোড়েনে পড়ে ফেডারেশনটি। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রনালয়ের কাছে ১০০ কোটি টাকার সিড মানি (স্থায়ী আমানত) চেয়েছে বাফুফে।
এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন বলেন, ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয় ফলে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে স্বাভাবিক। এখনই ১০০ কোটি সীড মানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয়-সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কি না জানি না।
নাজমুল হাসান পাপনের কাছে এশিয়ান কাপ খেলার লক্ষ্যমাত্রা সেট করে প্রস্তাবনা দিয়েছে বাফুফে। এছাড়াও নারী ও পুরুষ দলের বিভিন্ন কার্যক্রমের ফিরিস্তি দিয়েছেন কর্তারা। চাহিদা পত্রের বড় জায়গা জুড়ে আছে স্টেডিয়াম।
পাপন বলেন, আপাতত সামনে যে খেলাগুলো রয়েছে সেগুলো স্পন্সর করা। অবকাঠামো সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার দিকেই নজর বেশি। কমলাপুর স্টেডিয়ামে আপগ্রেডের বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরো উন্নত করা যায় তাহলে সেখানেও তারা অনেক টুর্নামেন্ট বা নানাভাবে ব্যবহার করতে পারে।
ফুটবলের পর হকি ফেডারেশনের সঙ্গে বসেন নতুন ক্রীড়ামন্ত্রী। অবকাঠামো উন্নয়নসহ তারাও জানিয়েছে বেশ কিছু দাবি। পর্যায়ক্রমে তাদের চাহিদাও পুরন করা হবে বলে আশ্বস্ত করেন পাপন। সহযোগিতার আশ্বাস দিলেও বাজেট স্বল্পতার জন্য চটজলতি বরাদ্দ মিলবে না বলেও জানান ক্রীড়ামন্ত্রী।