খেলা

পাপনের পদত্যাগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিসহ বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে চলে গেছেন।

এর মাঝেই সম্প্রতি খবর এসেছে, নাজমুল হাসান পাপন নাকি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানালেন, এ বিষয়ে তারা সমাধানে আসার চেষ্টা করছেন।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলন দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এসময় বিসিবি কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘বিসিবি সভাপতি বা পরিচালকদের পদত্যাগে বিষয় আমি গণমাধ্যমে দেখেছি। আমি এই ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে, সাবেক ক্রিকেটার এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য।’

সরকার পতনের পর বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের দাবি করে আসছেন সাবেক ক্রিকেটার, কোচ এবং ক্রীড়া সংগঠকেরা। কেউ যেন দীর্ঘদিন বোর্ডের ক্ষমতায় থাকতে না পারেন, তার দাবিও উঠেছে। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আলোচনা চলমান আছে। সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত মন্তব্য করতে চাইনি। দ্রুততম সময়ের মধ্যে জানতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *