জাতীয়পার্বত্য চট্টগ্রাম

পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের সুযোগ দেওয়া যাবে না: উপদেষ্টা নাহিদ

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে নানা ধরনের বৈষম্য রয়েছে। এখানে বসবাস করা জনগোষ্ঠীর নানা রকমের বঞ্চনা রয়েছে।

পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ, মতভেদ সৃষ্টি করে যারা সুযোগ নিতে চায় তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন জানিয়ে তিনি বলেন, পাহাড় সমতল মিলেই বাংলাদেশ। সব নাগরিকের অধিকার, ভাষা, সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে সবার সহযোগিতা দরকার।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকারের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চান বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে দীঘিনালার লারমা স্কোয়ারে গেলে বৃহস্পতিবার সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *