চট্টগ্রামবাঁশখালী

পিটার হাসকে হুমকি দেওয়া সেই চেয়ারম্যান বহিষ্কার হচ্ছেন

চট্টগ্রাম: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে মারধরের হুমকি দেওয়া বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হচ্ছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপির সমর্থক আওয়াল হোসেন।

মুজিবুল হক চৌধুরীকে বহিষ্কার করা হচ্ছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, এক মাস আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীকে শোকজ করা হয়েছিল।

শোকজের জবাব এক সপ্তাহের মধ্যে দিতে বলা হলেও এক মাসেও দেয়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কারের বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার বা শনিবারের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত ২৮ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মুজিবুল হক চৌধুরীর (৫৬) পাশাপাশি তার স্ত্রী সাহেদা বেগম নূরীকে (৪১) আসামি করে দুটি মামলা দায়ের করেন।

গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। ওই সমাবেশে তিনি বলেছিলেন, ‘পিটার হাস বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে না। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ, ঈমান বেচি না। আপনাকে এমন মারা মারবো, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন’।

এই অভিযোগে গত ১৩ নভেম্বর ঢাকা ও ২৯ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আলাদা মামলার আবেদন করা হয়। তবে দুইবারই মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। গত বছরের ২৮ মে চেয়ারম্যান নির্বাচনের সময় ইভিএম নিয়ে তার বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *