জাতীয়

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে এই আব্দুল হাফিজ

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানিয়েছে বাসস।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা করবেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে আব্দুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আবদুল হাফিজ (জন্ম: ৬ নভেম্বর ১৯৫৭) বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ছিলেন। তিনি পশ্চিম সাহারা ও আইভরি কোটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *