প্রবাসীদের জন্য চট্টগ্রাম রেঞ্জ পুলিশের হেল্প ডেস্ক
রেমিট্যান্সযোদ্ধা প্রবাসী বাংলাদেশিদের সহায়তা প্রচেষ্টা প্রসারিত করার প্রয়াসে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালেয় চালু করা হয়েছে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সহায়তা ডেস্কগুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকিসহ প্রবাসীদের সব ধরণের পুলিশি সহায়তা দেবে এই ডেস্ক।
শনিবার (১৩ জানুয়ারি) নগরের খুলশীতে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে প্রবাসী সিআইপি ও বাংলাদেশ কমিউনিটি সংগঠকদের নিয়ে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রওশন আরা রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায়, এ উদ্যোগের সমন্বয়ক জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রবাস বিষয়ক কনসালটেন্ট এজাজ মাহমুদ, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আশরাফুর রহমান, প্রবাসী সিআইপি আবুল কাশেম (কুয়েত), আবদুল করিম (ওমান) ও কবির আহমেদ (ওমান) এবং কমিউনিটি সংগঠক নুর মোহাম্মদ (কাতার) ও সাজিন আহম্মেদ কৌশিক (পর্তুগাল)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রবাসী সিআইপি হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান), শওকত আলী সোহাগ, (কাতার), দিদারুল ইসলাম (মোজাম্বিক), পারভেজ মোহা. আমানউল্লাহ চৌধুরী (ওমান), সাফফাত বিন আজাদ (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মোরশেদ (ওমান), এমরান হোসেন (কাতার), হাফেজ মোহাম্মদ জামাল (সংযুক্ত আরব আমিরাত), মো. আবদুল মান্নান (ওমান) এবং বাংলাদেশি কমিউনিটি সংগঠক মো. নাসির মাহমুদ (ওমান)।