প্রেসিডেন্ট নিবার্চনে প্রার্থী হলেন পুতিন
আগামী ১৫থেকে ১৭ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এ নির্বাচনে পুতিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী কেউ নেই। পুতিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে প্রার্থী হতে নিবন্ধিত হওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করেছেন নেতা বরিস নাদেজদিন। তবে শেষ পর্যন্ত তাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে কিনা তা এখনো অস্পষ্ট।
মোট চারবার প্রেসিডেন্ট হয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। এর আগেও প্রধানমন্ত্রী হিসেবে সংক্ষিপ্ত সময় দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য, ২০২০ সালে বিতর্কিত সাংবিধানিক সংস্কারের পর, পুতিনের সামনে এখন অন্তত ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে।