বন্দরটিলায় আগুনে পুড়ে ছাই বসতঘর
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বসতঘর। সোমবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় নাজির আলীর টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে নাজির আলীর বাড়িতে টিনশেড কলোনিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কলোনিটি পুড়ে ছাই হয়ে গেছে।
কলোনিতে বসবাসকারী জামাল হোসেন জানান, পুড়ে যাওয়া ঘরগুলোতে নিম্ন আয়ের পরিবার বাস করত। আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, আগুন লাগার সংবাদ পেয়ে একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ৩০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ করেন। এই দুর্ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় ২০ লক্ষ টাকার মালামাল হেফাজত করা গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।