বন্ধুর চেয়ে একটুখানি বেশি
আজকাল কোনো সম্পর্কের নাম দেওয়া সত্যি কঠিন। যেমন সারা-সামি(ছদ্মনাম)’র বন্ধুত্ব। তারা কি আসলেই বন্ধু!
• সকালে প্রথম অনলাইনে এসে গুড মর্নিং উইশটা না করলে যেন দিনই শুরু হয় না সারার। আর সামিটাও যেন অপেক্ষায় থাকে, কখনো দুপুর গড়িয়ে গেলে ভেতরে কেমন যেন অস্থিরতা অনুভব করে হাজারো কাজের ভিড়েও
• আরও আছে, কোথায় যাচ্ছে, কী দেখছে অপরজনকে ছবি না পাঠানো পর্যন্ত যেন স্বস্তি নেই। মনে হয় একজনের চোখ দিয়েই অন্যজন দেখে নিচ্ছে
• তার কথা মাথায় রেখে ছবি বা স্ট্যাটাস শেয়ার করা। অনেক লাইক-কমেন্টের মাঝেও তার জন্য অপেক্ষা
• তার সঙ্গে দেখা বা কথা হওয়ার সামান্য সুযোগও হাতছাড়া করতে ইচ্ছে করে না।
• দেখা হয়তো খুব একটা হয় না, তবে একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা হয়
• কখনো দেখা হয়েছিলো কোথাও, সেই জায়গায় গেলে প্রথমেই অপর জনের কথাই মনে হয়
• নতুন পোশাকে সুন্দর দেখাচ্ছে সারাকে, একটা সেলফি ঠিক চলে যায় সামির ম্যাসেঞ্জারে
• গুরুত্বপূর্ণ কোনো কাজে অনেক কাছের বন্ধু বা পরিবারের আগে সামি নির্ভর করে সারার ওপর
• সারার কোনো প্রয়োজনেও নিশ্চিন্তে দায়িত্ব দেয় সামিকে
• এত ভালো লাগা নির্ভরতার পরেও একজন আরেকজনকে জীবনসঙ্গী করে পাওয়ার চিন্তা করে না
এ ধরনের সম্পর্ককে বলে অলমোস্ট রিলেশনশিপ। মানে এমন সম্পর্ক যা বন্ধুত্বের থেকে অনেক গুণ বেশি, কিন্তু প্রেম নয়।