চট্টগ্রাম

বন্যার্তদের পাশে তৃতীয় লিঙ্গের মানুষরাও

চট্টগ্রামের ফটিকছড়িতে ভালবাসার উপহার (ত্রাণ) নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের দল। শনিবার (২৪ আগস্ট) উত্তর চট্টগ্রামের নাজিরহাটে বসবাসকারী নয়নমনি মায়ের নেতৃত্বে দলটি একটি পিকআপ গাড়িতে ত্রাণ নিয়ে উপজেলা সদরে পৌঁছায়। এ সময় তাদের দেখে উৎসুক জনতা ভিড় করে। তবে তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন অনেকেই।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোহাম্মদ ইউছুপ বলেন, বানভাসী মানুষের পাশে দাঁড়ানো তাদের (তৃতীয় লিঙ্গ) এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তারা শিখিয়ে দিল পরিচয় বা সমাজে অবস্থান বড় কথা নয়, মানুষের বিপদে মানুষকেই পাশে দাঁড়াতে হবে। এটাই মানবতা।

জানা যায়, গত দুই দিনে উপজেলা ত্রাণ সমন্বয় কক্ষে ও বন্যাদুর্গত এলাকার বিভিন্ন স্থানে প্রায় ২ হাজার জনকে ত্রাণের প্যাকেট বিতরণ করেছে দলটি।

দলনেতা নয়নমণি বলেন, ‘আমরাও মানুষ। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো না তা কি হয়। আমরাও দশ জনের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করি। বন্যা দুর্গতদের কেউ ভিখারি নয় তারা সবাই পরিস্থিতির স্বীকার। মানু্ষের এ বিপদে মানবতার খাতিরে আমাদের সাধ্যনুযায়ী সামান্য কিছু করা ‘

নিজের মোবাইলে ত্রাণ বিতরণ করা কিছু ছবি দেখিয়ে তিনি বলেন, ‘মানুষের হাতে কিছু দিয়ে ছবি তোলা বা বলে বেড়ানো আমার পছন্দ না। আপনারা যেহেতু জানতে চাইছেন তাই এ তথ্য ও ছবিগুলো দেওয়া। আমরা কিছু প্যাকেট উপজেলা ত্রাণ বিতরণ কার্যালয়ে দিয়েছি। বাকিগুলো দুর্গত এলাকায় দিলাম। সামনে আরো দেওয়ার আশা আছে।’

উপজেলা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মো.ইনামুল হক জানান, বিভিন্ন সংগঠনের সহযোগিতার পাশাপাশি তৃতীয় লিঙ্গের (হিজড়া) দলও বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এটা পজেটিভ বা সুন্দর একটি বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মল হক চৌধুরী বলেন, ‘কত মানুষ, কত সংগঠন আসছেন বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াতে। তৃতীয় লিঙ্গের দলটিও ছুটে আসল। এ এক নতুন মানবিক বাংলাদেশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *