বাঘাইছড়িতে জেএসএস-ইউপিডিএফ গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে গোলাগুলি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসতেয়াক আহমেদ বলেন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। আইন শৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।