পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে ট্রাক পাহাড়ি খাদে পড়ে হেলপার নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার এলাকায় বালু বোঝাই ট্রাক পাহাড়ি খাদে পরে হেলপার সাজ্জাদ হোসেন (২০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকের শ্রমিক শহিদুল ইসলাম (২৫)।

বুধবার (০৮ মে) সকালে চট্টগ্রাম থেকে বাঘাইছড়ি সদরে আসার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি রাবার বাগান গ্রামের মৃত মো. আজাদ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে গেলে ট্রাকে থাকা শ্রমিক শহিদুল ও চালকের হেলপার সাজ্জাদ আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *