বান্দরবানে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, নিহত এক
বান্দরবানে বিজিবি ও একদল দুর্বৃত্তের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহত ওই ব্যক্তি চোরাকারাবারি।
রোববার ভোরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমারেরর গর্জনিয়া সীমান্ত পিলালেরর কাছে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নেজাম উদ্দিন। তিনি কক্সবাজার সদরের খুরুসকুলের ঘোনার পাড়ার বাসিন্দা।
নেজামের পরিবার জানিয়েছে, শুক্রবার বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
বিজিবি হেডকোয়ার্টার থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির টহল দলের ওপর গুলি বর্ষণ করে চোরাকারবারীরা। সময় বিজিবির একটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেয় তারা।
পরে বিজিবি আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।