কক্সবাজারচট্টগ্রাম

বাস ছাড়তে বলায় পর্যটককে মারধর, গ্রিন লাইনের চালক আটক

কক্সবাজার শহরের কলাতলীতে সময় অনুযায়ী বাস ছাড়তে বলায় হাসান হাবীব নামে এক পর্যটককে মারধরের অভিযোগ উঠেছে গ্রিন লাইন পরিবহনের চালকের বিরুদ্ধে। পরে জেলা প্রশাসনের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে আটক করেন। এসময় গ্রিন লাইন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ মার্চ) রাত ১১টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি গ্রিন লাইন পরিবহনের চালক বাবুল খন্দকার।

বিষয়টি নিশ্চিত করেন পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে পর্যটক আহসান হাবীব পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে আসেন। তিনি গ্রিন লাইন পরিবহনে ঢাকায় ফিরছিলেন। সময় অনুযায়ী গাড়ি ছাড়তে বলায় ভুক্তভোগী পর্যটককে অশ্লীল ভাষায় গালাগাল করেন চালক। একপর্যায়ে গায়ে হাত তোলেন। পরে তারা বিষয়টি আমাদের জানালে আমরা তাৎক্ষণিক একটি টিম নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে আটক করি। বাকি তিনজন পালিয়ে যায়। এসময় গ্রিন লাইন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *