বিদেশি পিস্তল ও গানপাউডারসহ অস্ত্র কারবারি আটক
রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গানপাউডারসহ চিহ্নিত অস্ত্র কারবারি সুদেব সরদারকে (২২) আটক করেছে র্যাব-৫।
র্যাব-৫ সদর দপ্তর থেকে বুধবার (৩১ জুলাই) দুপুরে পাঠানো এক সংবাদ জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সুদেব সরদার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামের রবি সরদারের ছেলে।
র্যাব জানায়, ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। তার অটোরিকশাটি চেকপোস্টের কাছে এলে সংকেত দিয়ে থামানো হয়।
এ সময় ব্যাটারিচালিত অটোরিকশার সিটের নিচ থেকে দুই কেজি গানপাউডার উদ্ধার করা হয়।
এরপর সুদেব সরদারের শরীরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।
র্যাব-৫ সদর দপ্তরের অধিনায়ক ফিরোজ কবির জানান, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব।
তিনি রাজশাহীর একজন চিহ্নিত অস্ত্র কারবারি। জিজ্ঞাসাবাদ শেষে আটক সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা হয়েছে হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।