বৈরী আবহাওয়ায় বিএনপির ঝটিকা মিছিল চট্টগ্রামে
বৃহস্পতিবার সকালে বৈরী আবহাওয়ায় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং বিএনপি জামায়াতের ডাকা পাঁচ দফার অবরোধের দ্বিতীয় দিন ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
তবে অবরোধে জনজীবন স্বাভাবিক থাকলেও রাস্তায় লোকজনের উপস্থিতি কম। হরতাল অবরোধের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক নিয়মে চলছে বার্ষিক পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে নগরীতে। এদিকে রোববার হরতাল আহ্বান করায় চট্টগ্রাম মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ওই দিনের পরীক্ষা এগিয়ে ১৭ নভেম্বর শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে নগরীর প্রবর্তক মোড় এবং ২নং গেট এলাকায় মিছিল করেছে বিএনপি। এতে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল নেতৃত্ব দেন। তফসিল ঘোষণার প্রতিবাদে সকালে আগ্রাবাদ এক্সেস রোডে ঝটিকা মিছিল করেছে ডবলমুরিং থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
একইভাবে নগরীর ষোলশহর এলাকায় ঝটিকা মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান মিছিলের নেতৃত্ব দেন। তাছাড়া সকালে দেওয়ান হাট এলাকায় রেললাইনে আগুন দিয়ে ঝটিকা মিছিল করেছে মহানগর ছাত্রদল। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পী ওই মিছিলে নেতৃত্ব দেন।