ভারতকে প্রতিবেশিদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান
ভারতকে প্রতিবেশি দেশগুলোর প্রতি সম্মান এবং ন্যায্যতার নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের উচ্চ আদালতের আইনজীবী গাজী সাদেক। আজ মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি। সাদেকের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের ধর্মীয় জাতীয়তাবাদ এবং প্রতিবেশিদের প্রতি তাঁদের নেতিবাচক মনোভাবের সমালোচনা করা হয়েছে।
আইনজীবী গাজী সাদেক তাঁর পোস্টে উল্লেখ করেছেন, “ভারত সবসময় প্রতিবেশিদের সাথে সম্মান ও ন্যায্যতার নীতি গ্রহণ না করে, কিছু মাথা মোটা ও বোকা রাজনীতিবিদ ধর্মের ধুয়ো তুলে নিজেদের জনগণকে যেমন বোকা বানান, তেমনি প্রতিবেশিদের প্রতি তাদের নেতিবাচক দেশপ্রেমের পরিচয় দেন।” তিনি জানান, যাঁরা মানবিক মনস্তত্ত্ব কিছুটা বুঝতে পারেন, তাঁরা জানেন কত বড় ভুল ভারত করছে।
তিনি আরও বলেন, “একটি ভুলকে জাস্টিফাই করার জন্য হাজারো ভুল করতে থাকে মানুষ। ফলে, তাদের জনগণ একদিন রাজনীতিবিদদের ওপর বিরক্ত হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র ঘৃণা পুঞ্জিভূত হয়ে একদিন সেই ঘৃণার যন্ত্রণায় নিজ দেশের জনগণ অতিষ্ঠ হয়ে ভারত নিজের অজান্তেই টুকরো টুকরো হয়ে যেতে পারে।”
সাদেক তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, তিনি জ্ঞানী নন, তবে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন মৌলিক ধারণার ভিত্তিতে এমন চিন্তা করতে সক্ষম হয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, ভারতের রাজনীতিবিদদের উচিত এই বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করা এবং প্রতিবেশি পলিসিতে আরও দায়িত্বশীল হওয়া।
“আমি Positive Patriotism (ইতিবাচক দেশপ্রেম) এ বিশ্বাসী। আমি চাই আমার প্রিয় স্বদেশও ভালো থাকুক এবং আমাদের প্রতিবেশি দেশের মানুষও ভালো থাকুক। ভারতকে প্রতিবেশি পলিসিতে আর ভুল না করার এবং ভারতের পলিসি মেকারদের এই সত্যটি মনোযোগ দিয়ে দেখার আহ্বান জানাচ্ছি,” উল্লেখ করেন আইনজীবী গাজী সাদেক।
গাজী সাদেক বলেন, “যদি কেউ ভারতের সমালোচনা করে, তবে ‘র’ দিয়ে গায়েব করার চিন্তা না করে, বরং সেই ক্ষোভকে আন্তরিকতার সাথে উপলব্ধি করার চেষ্টা করা উচিত। সকল ধর্মেই সীমা লংঘনকারীকে সৃষ্টিকর্তা ছেড়ে দেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন।”
বাংলাদেশের উচ্চ আদালতের আইনজীবী গাজী সাদেকের এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ভারতীয় পলিসি মেকারদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।