ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা
প্রতীক বরাদ্দের পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
গ্রামের অলিগলি, দোকানপাট ও সড়কে শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার-ফেষ্টুন। অন্য প্রার্থীদের মতো নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হকও।
শুক্রবার (১৭ মে) দুপুরে বারশত ইউনিয়নের সিইউএফএল হাউজিং কলোনীতে নেতাকর্মীদের সঙ্গে মোজাম্মেল হক যোগ দেন প্রচারণায়। ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে আনারস প্রতীকে ভোট চান।
এ সময় তিনি বলেন, সবধরণের ভয়ভীতি উপেক্ষা করে দুর্নীতি মুক্ত উপজেলা বিনির্মাণে ভোট প্রয়োগের বিকল্প নেই।
উল্লেখ্য, আগামী ২৯ মে আনোয়ারার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার সংখ্যা রয়েছে। এরমধ্যে ১ লাখ ২৩ হাজার ৮৮৮জন পুরুষ এবং ১ লাখ ৯ হাজার ২২১জন মহিলা ভোটার। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।