মদ ও গাঁজাসহ আটক যুবককে কারাদণ্ড
চট্টগ্রাম: বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ আটক এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার এলাকায় এ পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এ সময় নেশাগ্রস্ত অবস্থায় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড, মির্জাখীল সাইরতলী পাড়ার মো. জয়নাল আবেদীনের পুত্র মো. ওসমান গনি বাবু (১৯) কে আনুমানিক ৩০ গ্রাম গাঁজা, ২০০ মিলিলিটার বাংলা মদ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
আরাফাত সিদ্দিকী বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এক যুবককে গাঁজা ও বাংলা মদ এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি স্বেচ্ছায় দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।
আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্ত জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।