মহালছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি জোন, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি মহালছড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ি উপজেলা টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে টাউন হল প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি)।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি), উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু রতন কুমার শীল, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান, সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং উপজেলার সর্বস্তরের জনগণ।
এছাড়াও দিবসটি উপলক্ষে মহালছড়ি জোন কর্তৃক আয়োজিত জোন কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।