মাঠেই ইফতার করলেন আফগান ক্রিকেটাররা
মুসলিম উম্মাহর কাছে বিশেষ মর্যাদা ও মহিমান্বিত মাস পবিত্র রমজান। মহান আল্লাহপাকের নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগীতে সময় পার করেন মুসল্লীরা। সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্বের বন্ধন।
মাগফিরাত কামনায় বাদ পড়েন না ক্রীড়াবিদরাও। এরই উদাহরণ হয়ে রইলো- আফগান ক্রিকেট টিম। আরব আমিরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে শেষ ওয়ানডেতে রোজা নিয়ে মাঠে নামেন খেলোয়াড়রা। ১১৭ রানের বড় জয়ের দিনে ২-০ তে সিরিজ জয় তাদের।
তবে, খেলার মাঝে আফগান ক্রিকেটারদের ইফতারের দৃশ্য হয়েছে ভাইরাল। মরুর বুকে যখন সূর্য অস্তগামী; তখন মহান আল্লাহর শুকরিয়া আদায় করে পুরো দল। মাঠে বসেই ইফতার সারেন মোহাম্মদ নবী ও হাশমতউল্লাহ শহিদী।
দুই সতীর্থ ক্রিজের পাশে ইফতার গ্রহণ করলেও; পুরো দল তখন ড্রেসিং রুমে। রহমতের আশায় সারাদিন পানাহার থেকে বিরত থেকে একসাথে সবাই বসেন ডাইনিংয়ে।
ইফতারের সেই মূহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মূহুর্তেই ভাইরাল। সেই পোস্টে আফগান ক্রিকেটারদের ড্রেসিংরুমে নামাজ আদায় করতেও দেখা যায়।