চট্টগ্রামমীরসরাই

মিরসরাইয়ে রাতের আঁধারে মৎস্য প্রকল্পের মাছ লুটের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রহরীদের মারধর করে মৎস্য খামার থেকে লুট করার অভিযোগ পাওয়া উঠেছে। বুধবার রাত ৩টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় খানসাব ও নুরুল আবছার নামে দুই প্রহরীকে মারধর করে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

মৎস্য প্রকল্পের মালিক মো. ছলিম উল্লাহ বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে আমার প্রকল্পের মাছ লুট করে নেওয়ার জন্য দুর্বৃত্তরা বার হুমকি দেয়। কয়েকদিন আগে প্রকল্প থেকে মেশিন নিয়ে যায়। বুধবার রাত ৩ টার দিকে প্রকল্পের প্রহরীদের মারধর করে আটকে রেখে জাল দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। এর আগে মেশিন সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীকে লিখিত অভিযোগ দিয়েছি।’

মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, ‘খৈয়াছরা এলাকায় মাছ লুটের বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *