মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের সমাধিতে উপজেলা যুবলীগের ফুলেল শ্রদ্ধা
মিরসরাই ট্র্যাজেডিতে নিহত ৪৫ জনের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে মিরসরাই উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার (১১ জুলাই) কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের পক্ষে মিরসরাই উপজেলা ও চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের নেতারা নিহতদের স্মরণে নির্মিত আবেগ ও অন্তিম স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সদস্য নুর উদ্দিন বাহার, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সদস্য সচিব, হাসান হাবিব রণি, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জামসেদ আলম, ১১ নম্বর মঘাদিয়া যুবলীগের সহ-সভাপতি দিদারুল আলম, যুবলীগ নেতা মঞ্জুরুল হাসান, রাশেদুল আলম, ফয়সাল, ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা ফখরুল, ডালিম, ইরফান, শওকত আজিম রিংকু প্রমুখ।
২০১১ সালের ১১ জুলাই বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় একটি মিনি ট্রাক উল্টে ৪০ জন স্কুলছাত্রসহ ৪৫ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে ছিল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে ফেরার পথে এই দুর্ঘটনার ১৩ বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার (১১ জুলাই)।