মুস্তাফিজকে নিয়েই রাতে মাঠে নামছে চেন্নাই
আইপিএল খেলার মাঝেই যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করতে বাংলাদেশে আসেন মুস্তাফিজুর রহমান। মাঝে তাই চেন্নাইর হয়ে এক ম্যাচে মাঠে নামা হয়নি ফিজের। এদিকে সোমবার আবার মাঠে নামছেন মুস্তাফিজ।
চেন্নাইয়ের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচ খেলে ফিজের শিকার ৭ উইকেট।
জানা যায়, চলতি বছরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার কাজে পাসপোর্ট জমা দেওয়ার কারণে কিছুদিন দেশে থাকতে হয়েছে তাকে। পাসপোর্ট ফিরে পেয়েই ভারতের উদ্দেশে যাত্রা করেছেন তিনি।
সোমবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। কেকেআরের বিপক্ষে মুস্তাফিজকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
তবে ঘরের মাঠ বলেই মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ফিজ। তাছাড়া বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করার কথা জানিয়েছেন চেন্নাই কোচ।
টানা দুই ম্যাচ হারা চেন্নাইও চাইবে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে। সবমিলিয়ে, কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাই বেশি।