পার্বত্য চট্টগ্রাম

যমজ দুই বোনের জিপিএ-৫

রাঙামাটিতে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে হ্লাহ্লাসিং চৌধুরী এবং হ্লাহ্লাচিং চৌধুরী। সম্পর্কে তারা যমজ বোন। তারা দুজনই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। যমজ দুইবোনের এমন সাফল্যে খুশি তাঁদের পরিবার।

রাঙামাটির কাপ্তাই উপজেলার নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা। তাদের গ্রামের বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া হেডম্যান পাড়ার বাসিন্দা। তাঁদের বাবা মংচিং চৌধুরী একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য এবং মা মাথুইচিং মারমা বাঙালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

মা মাথুইচিং মারমা জানান, যমজ দুই মেয়ের এই অর্জনে আমরা ভীষণ খুশি। এই অর্জনে তিনি এবং মেয়েদের বাবার সংগ্রামের কথা তুলে ধরেন। বিশেষ করে মেয়েদের লেখাপড়ার সুবিধার জন্য তাঁদের বাবা হেডম্যানের দায়িত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলে জানা তিনি।

তিনি আরও বলেন, লেখাপড়ার সুবিধার জন্য দুই মেয়েকে নিয়ে কাপ্তাইয়ে আলাদা বাসায় থাকতেন তাদের বাবা। আজ দুই মেয়ের জিপিএ-৫ অর্জনে সেই কষ্ট সার্থক হয়েছে। এছাড়া মেয়েদের এই অর্জনে কাপ্তাই নৌবাহিনী স্কুলের শিক্ষকরাও অনেক অবদান রেখেছেন বলে জানান তিনি। এজন্য পরিবারের পক্ষ থেকে শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে যমজ দুই কন্যার ভবিষ্যতের ইচ্ছের বিষয়ে জানতে চাইলে মা মাথুইচিং জানান, এক মেয়েকে ডাক্তার এবং এক মেয়েকে ইঞ্জিনিয়ার করার স্বপ্ন রয়েছে তাঁদের। এছাড়া যমজ দুই কন্যার আরেকজন ভাই রয়েছে। তার নাম সুইমচিং চৌধুরী। সে বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে এমএসসি করছে।

কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান জানান, কাপ্তাই নৌবাহিনী স্কুলের দুই যমজ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে আমরা অনেক আনন্দিত। আমরা তাদের জন্য দোয়া করি ভবিষ্যতে যেন এই সফলতা অব্যাহত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *