রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি
তীব্র তাপপ্রবাহ পর অবশেষে রাঙামাটিতে নেমেছে স্বস্তির বৃষ্টি। সকালে কিছুক্ষণের বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
রবিবার সকাল থেকে রোদসহ আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা সাড়ে ১১টায় বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির স্থায়ীত্বতা বেশিক্ষণ না হলেও পরিবেশ শীতল হয়ে উঠে।
রাঙামাটি আবহাওয়া বিভাগের তথ্যমতে, রাঙামাটিতে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রবিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিলো ৩ মিলিমিটার।