চট্টগ্রামরাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় অরক্ষিত বিদ্যুৎ সংযোগে প্রাণ গেল কৃষকের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন একটি কালভার্টের জন্য টানা অরক্ষিত বিদ্যুৎ সংযোগ থেকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার পারুয়া ইউনিয়নের ক্ষেতবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাহেদ আলী তালুকদার বাড়ির আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারুয়া ক্ষেতবুনিয়া পাহাড়ি এলাকায় বিএডিসির মাধ্যমে ৩০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণের কাজ চলছিল। সেখানে লোহা কাটাসহ আনুষঙ্গিক কাজে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন ছিল। এর জন্য প্রায় সাত থেকে আটশ মিটার দূরের খামার বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। কৃষক মোজাম্মেল সকালে কৃষি জমির কাজ করতে গিয়ে জমির পানিতে থাকা তারটি সরানোর চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন জানান, তারটি বাঁশের খুঁটি দিয়ে নেওয়া হয়েছে। হয়তো খুঁটি ভেঙে দুর্ঘটনাবশত তারটি পড়ে ছিল। এতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কৃষক মোজাম্মেল। বিষয়টি দু:খজনক।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *