রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আফ্রিদি
পাকিস্তানে জাতীয় নির্বাচন পরবর্তী দোদুল্যমান অবস্থা চলছে। সরকার গঠন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। তার ওপর নির্বাচনে ভোট জালিয়াতিরও অভিযোগ তুলে পদত্যাগ করেছেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলি চাতা। দেশের বিশৃঙ্খল এই পরিস্থিতিতে বিরক্ত সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। সমস্যা সমাধানে তিনি সব পক্ষকে একসঙ্গে বসারও পরামর্শ দিয়েছেন।
পাকিস্তানের চলমান পরিস্থিতি দেখে সাধারণ মানুষ খুব বিরক্ত বলে মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক। এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন আফ্রিদি। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘প্রতিদিন প্রায় একই গল্প শুনতে শুনতে মানুষ বিরক্ত। অথচ দেশের প্রধান সমস্যা মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।’
৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা এর আগে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছিলেন। যদিও সেখানে তিনি রাজনীতি কিংবা নির্বাচন সংক্রান্ত কোনো মন্তব্য করেননি। অবশ্য পাকিস্তানের ক্রিকেট তারকাদের রাজনীতি নিয়ে মন্তব্য করার ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সাবেক ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়।
শহীদ আফ্রিদিও ২০২২ সালের মার্চে এবারের মতো একটি বার্তা দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের স্বাধীনতা অর্জনের ৭৪ বছর হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে অন্তত একটি নির্বাচিত সরকারকে তার নির্দিষ্ট মেয়াদ সম্পন্ন করতে দিন।’