রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে রাজশাহীর পবার মোহনপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার ধাধাস এলাকার হাবিব (২৩) ও কামাড় ধাধাস এলাকার মো. মোফাজ্জুল (৩৭)।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার পুলিশের ওসি গোপাল কর্মকার বলেন, বিকেল চারটার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেনটি। আর একটি ইঞ্জিনচালিত নসিমন কাঠের খড়ি নিয়ে যাওয়ার সময় মোহনপুর ক্রসিংয়ে আসলে ট্রেনের সাথে নসিমনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নসিমনটির চালক ও হেল্পারের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।