জাতীয়

রেললাইন কেটে নাশকতার মূলহোতাসহ গ্রেপ্তার ২

ঢাকা: গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে মোহনগন্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গতকাল রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুরের শ্রীপুর উপজেলাস্থ বনখুরিয়া এলাকায় রেল লাইন কেটে মোহনগন্জ এক্সপ্রেসে নাশকতার মূলহোতাসহ দইজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসির এসএজি বিভাগ।

এ সময় কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *