রাজনীতি

শরীয়তপুরে ভোটকেন্দ্রে বিএনপির আগুন

শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া একই ইউনিয়িনের চরলাউলানি বারৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৬৫নং চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে বেঞ্চ পুড়ে যায়। স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *