চট্টগ্রাম

শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত হচ্ছে চট্টলা এক্সপ্রেসে

আন্তঃনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসে প্রথমবারের মতো শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগি যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই থেকে এ সুবিধা চালু হবে ট্রেনটিতে। ওইদিন থেকেই চট্টলা এক্সপ্রেস ‘বাংলা’ রেকের পরিবর্তে চায়না রেকে চলবে। এসি বগি যুক্ত হলে রেলওয়ের অন্যতম লাভজনক রুট হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীদের রেলযাত্রা আরও আরামদায়ক হবে।

মহাপরিচালকের কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট’র (সিওপিএস) কার্যালয়। এসিওপিএস কামাল আখতার হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, মহানগর এক্সপ্রেস ট্রেনে ব্যবহৃত চায়না বগি দিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি পরিবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে চট্টলা এক্সপ্রেস চায়না বগি দিয়ে পরিচালিত হবে।

এখন ১২/২৪ লোডে চলাচল করলেও অফিস আদেশে জানানো হয়, চট্টলা এক্সপ্রেস নতুন বগি দিয়ে ১৬/৩২ লোডে চলাচল করবে। ১৬ বগির মধ্যে ৫টি এসি, ৭টি নন এসি, ২টি ডাইনিং কার, ১টি এসি কেবিন এবং ১টি পাওয়ার কার থাকবে। এর মোট আসন সংখ্যা হবে ৭৬৭। এর মধ্যে কেবিনে ৩৩টি এবং চেয়ারে ২২৫টিসহ শীতাতপ নিয়ন্ত্রিত আসনই থাকবে ২৫৮টি।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. সাইফুল ইসলাম চৌধুরী পূর্বকোণকে বলেন, আন্তঃনগর ট্রেন চট্টলা এক্সপ্রেসে প্রথমবারের মতো এসি কেবিন ও এসি চেয়ার বগি যুক্ত করা হচ্ছে। আগামী ২৭ জুলাই থেকে ট্রেনটিতে এসি কেবিন ও চেয়ারে চড়ে রেলযাত্রায় অংশ নিতে পারবেন যাত্রীরা। যাত্রীসুবিধা বাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এখন প্রতিদিন ৬টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। এছাড়া কক্সবাজার-ঢাকা রুটের দুই আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসে চড়েও ঢাকা যাওয়া যায়। মোট ৮টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৭টিতেই এখন এসি বগি রয়েছে। চট্টলা এক্সপ্রেসে এসি বগি যুক্ত হলে এই রুটের সব আন্তঃনগর ট্রেনেই এ সুবিধা মিলবে।

এদিকে, চট্টলা এক্সপ্রেস ট্রেনে এসি বগি যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীরা। তাদেরই একজন আব্দুল্লাহ আল আশেক বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে পথের ১৪টি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় চট্টলা। দীর্ঘ যাত্রাপথে এসি বগি না থাকায় ভোগান্তিতে পড়তে হয়। এখন এসি বগি যুক্ত হলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *