শীতের তীব্রতা আরো বাড়ার পূর্বাভাস
দেশের সর্বনিম্ন তাপমাত্রা একদিনের ব্যবধানে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এ তাপমাত্রা আরো কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।