চট্টগ্রাম

শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পরীক্ষার্থী আহত

ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে ছামিন বিনতে রহিম নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। তিনি ফতেয়াবাদের এপিএবি (কোরিয়ান স্কুল) সানরাইজ স্কুলের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ওই বিদ্যালয়েরর ১২৩ নাম্বার কক্ষে ধর্ম পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। পরে কেন্দ্র পরিদর্শক এসে সেই কক্ষটি পরিবর্তন করার নির্দেশনা দেন।

১২৩ নাম্বার কক্ষের পরীক্ষার্থী সাইদুর রহমান আবিদ বলেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর হঠাৎ ছাদের পলেস্তারা খসে আমাদের ওপর পড়ে। এ সময় আমার বন্ধু ছামিন বিনতে রহিম আহত হয়। পরে স্যারেরা এসে প্রাথমিক চিকিৎসা দেন। সে আহত অবস্থায় পরীক্ষা দিয়েছে । এ সময় ছামিন ছাড়া আরও কয়েকজনের হাতে ছোট ছোট পলেস্তরা খসে পড়ে।

আবিদ আরও বলেন, আমাদের পরবর্তী পরীক্ষা ১২৩ নাম্বার কক্ষের পরিবর্তনে অন্য কক্ষে নেওয়ার কথা জানান স্যারেরা।

বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ্ বলেন, অল্প পলেস্তারা খসে পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে নিয়েছি। পরীক্ষা চলাকালীন আর সমস্যা হয়নি। পরবর্তী পরীক্ষা আমরা অন্য কক্ষে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, বিষয়টি আমরা জেনেছি। সরেজমিন পরিদর্শন করবো। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *