চট্টগ্রাম

সওজ চট্টগ্রাম জোন: বন্যা ও পাহাড়ি ঢলে ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) চট্টগ্রাম জোনের অধীনে থাকা প্রায় ১৫০ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য সওজ ঢাকাস্থ সড়ক ভবন থেকে ১৫০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা স্বল্পমেয়াদী এবং ১০০ কোটি টাকা দীর্ঘমেয়াদী মেরামতের জন্য।

সওজের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহিদ হোসেন জানান, ফেনী থেকে টেকনাফ এবং তিন পার্বত্য জেলায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব সড়কই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি; কোথাও ক্ষয়ক্ষতির মাত্রা হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ব্যাপক।

চট্টগ্রাম জোনে সওজের অধীনে মোট ১৫০০ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (ফেনী থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত) দৈর্ঘ্য ৩১২ কিলোমিটার।

এছাড়াও চট্টগ্রামের অভ্যন্তরীণ কিছু সড়ক (মীরসরাই-ফটিকছড়ি, নোয়াপাড়া-রাউজান, রাঙ্গুনিয়া গোডাউন ঘাট-মুসলিমাবাদ) এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়কগুলোও চট্টগ্রাম জোনের অন্তর্ভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *