চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

সাজেক যাবেন রাষ্ট্রপতি, কটেজ বন্ধ থাকবে পাঁচদিন

রাঙামাটি: বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে তিনদিনের জন্য অবকাশযাপনে যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। এমন তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জানা গেছে, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যারা এ সময়ের মধ্যে কটেজ-রিসোর্ট বুকিং দিয়েছেন তাদের বুকিং বাতিল করা হয়েছে এবং পরবর্তী তারিখে বুকিং দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তা বলয় জোরদার রাখতে প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ সংশ্লিষ্টরা। বৈঠকে সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মণ বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে চলতি মাসের ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান আরও বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তাঁর নিরাপত্তার স্বার্থে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার ব্যাপারে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *