খেলা

সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শুনলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ধাক্কা খেলো বাংলাদেশ। সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়। গ্রোয়িন ইনজুরিতেই ছিটকে গেছেন তিনি। তার বদলি কারও নাম এখনও ঘোষণা করা হয়নি।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা মেইল পেয়েছি, যেখানে বলা হয়েছে মাহমুদুল ডান কুঁচকিতে চোট পেয়েছেন। এই অবস্থায় তার তিন সপ্তাহের বিশ্রাম প্রয়োজন।’

পাকিস্তানে আগে ভাগে সফর করা বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন মাহমুদুল। ইসলামাবাদে পাকিস্তান শাহীনের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই চোট পেয়েছেন তিনি। যে কারণে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি। তবে চোট পাওয়ার আগে ভালো ছন্দে ছিলেন। প্রথম ইনিংসে উপহার দিয়েছেন ৬৫ রানের ইনিংস। শাহীনের বিপক্ষে এইচপি ইউনিটের হয়ে চারদিনের ম্যাচে ব্যাট করার সময়ও খেলেছেন ৬৯ ও ৬৫ রানের দারুণ দুটি ইনিংস।

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট। দ্বিতীয় টেস্ট করাচিতে শুরু ৩০ আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *