চট্টগ্রামসীতাকুন্ড

সীতাকুণ্ডে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে অফিস সহায়কের দ্বন্দ্ব

সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিয়েছে অফিস সহায়কের সঙ্গে। পদত্যাগী উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের মনোনয়ন প্রাপ্তিতে ‘মিষ্টি বিতরণ’ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি। অফিস সহায়ক মোয়াজ্জেম হোসেন সুমনের দাবি, আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক চেয়ারম্যান এস এম আল মামুন পরিষদের টিভি ‘চুরি’ করেছেন— এই মর্মে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব জলি। এনিয়ে অভিযোগ গড়িয়েছে বিভাগীয় কমিশনার পর্যন্ত।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি। অভিযোগে তিনি উপজেলা পরিষদের অফিস সহায়ক মোয়াজ্জেম হোসেন সুমনের বিরুদ্ধে অফিসের দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা, অশোভন আচরণ, অফিস চলাকালীন বিভিন্ন লোকজনের সাথে আড্ডা দেওয়াসহ কয়েকটি অভিযোগ আনেন। এছাড়াও পছন্দের রাজনৈতিক প্রার্থী এমপি পদে দলীয় নমিনেশন প্রাপ্তির খবরে উপজেলা পরিষদে মিষ্টি বিতরণ করেন বলেও অভিযোগ করেন। একই অভিযোগে স্থানীয় কিছু লোকজনকে দিয়ে জয়নাব বিবি জলিকে উপজেলা পরিষদে না আসতে হুমকি প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান জয়নব জলি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই সুমন আমার সাথে অশোভন আচরণ করছে। তিনি ব্যক্তিগতভাবে আমাকে সম্মান না দিলেও চেয়ারকে তো সম্মান দিতে হবে।

তবে মোয়াজ্জেম হোসেন সুমন বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আল মামুন স্যার পদত্যাগ করার পর গত ২০ নভেম্বর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই জলি ম্যাডাম মামুন স্যার অফিসের টিভি চুরি করেছেন বলে আমার কাছ থেকে লিখিত স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। এ বিষয়ে আমি ওনাকে সহায়তা করতে অপারগতা প্রকাশ করলে তিনি আমার উপর ক্ষিপ্ত হন। অন্যদিকে মামুন স্যার দলীয় মনোনয়ন পাওয়ার খবর পেয়ে তার এক অনুসারি উপজেলা পরিষদে এক কেজি মিষ্টি পাঠান। আমি অত কিছু না ভেবে এসব অফিসের কর্মচারীদের কে খেতে দিয়েছি। কিন্তু আমার বর্তমান উপজেলা চেয়ারম্যান ম্যাডাম মনে করেছেন আমি মিষ্টি বিতরণ করছি। সেই থেকেই তিনি আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। উনার সাথে মামুন স্যারের সাথে ব্যক্তিগত কোন রোষানল থাকতে পারে। তাতে আমাকে কেন জড়াবে?

এছাড়া বাইরের ছেলে দিয়ে ওনাকে ধমকানো এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার জানা মতে বর্তমান এমপি স্যারের ফুফাতো ভাই জসিম নামের এক ব্যক্তির সাথে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। যেটাতে অনর্থক জলি ম্যাডাম নিজেকেও জড়িয়েছেন আমাকেও জড়াচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *