সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও যাত্রীসেবায় যুক্ত হলো নারী স্টুয়ার্ড
চট্টগ্রাম: কক্সবাজার এক্সপ্রেসের পর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও নারী স্টুয়ার্ড যুক্ত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এ ট্রেনটিতে ১২ জন নারী স্টুয়ার্ড দায়িত্ব পালন করেন।
রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল ইসলাম বলেন, আধুনিক ট্রেনসেবার অংশ হিসেবে প্রথম কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে নারীরা যুক্ত হয়। এখন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনেও নারী সেবক যুক্ত করা হয়েছে।
পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেনে নারীদের যুক্ত করা হবে। এই ট্রেনে যাওয়া-আসা মিলিয়ে ৫০ জন নারী স্টুয়ার্ড সেবা দিচ্ছেন।