দেশজুড়ে

২৮ দিন পর দিনাজপুর রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

দেশের উত্তরের জনপদের অন্যতম যাতায়াত মাধ্যম ট্রেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ২৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুর থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে দিনাজপুর স্টেশন ত্যাগ করে।

এর আগে ট্রেনটি পঞ্চগড় থেকে নির্ধারিত সময়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।

দীর্ঘদিন পর আবারও ট্রেন চলাচল শুরু হওয়ার যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এদিন যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় স্টেশন চত্বর।

এ বিষয়ে দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে দিনাজপুরে পৌঁছায়। দুপুর ২টা ২০ মিনিটে ট্রেনটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। নিরাপত্তা জোরদার করতে রেল পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও কাজ করছেন। যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারছেন।

তিনি বলেন, যাত্রীরা আগের মতোই কাউন্টার ও অনলাইনে টিকিট কাটতে পারবেন। পর্যায়ক্রমে সব ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *