জাতীয়

৪৫ কেজি গাঁজাসহ পাঁচজন গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. আল আমিন, ওমর ফারুক, শফিকুল ইসলাম, ফারুক মিয়া ও শ্রাবণ আহম্মেদ।

শনিবার (২৫ নভেম্বর) রাতে ঢাকার শাহবাগ থানাধীন ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়িয়ার সেক্রেটারিয়েট রাস্তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান, একটি পালসার মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরো পড়ুনঃ আ’লীগের শক্তি দেশের জনগণ: শেখ হাসিনা

গ্রেপ্তাররা সীমান্ত এলাকা থেকে মিনি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে এসে মোটরসাইকেলে করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।শাহবাগ থানায় দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *