জাতীয়

৪,৭০১টি পরিবারকে ত্রাণ এবং ২,৭৩৫ জনকে চিকিৎসাসেবা দিলো বিজিবি

বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুইদিনে বন্যাদুর্গত এলাকার চার হাজার ৭০১টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং দুই হাজার ৭৩৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বন্যাদুর্গত ফেনী সদরে ২৫০টি, ফুলগাজীতে ১২৫০টি, ছাগলনাইয়ায় ১৯০টি, দাগনভূঞায় ৫৬১টি এবং পরশুরামে ৩৩০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে, কুমিল্লার আদর্শ সদরে ১৬০০টি, নোয়াখালীর বেগমগঞ্জে ৪২০টি এবং রাঙ্গামাটির লংগদুতে ১০০টি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া গত দুই দিনে বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ১২৪৫ জন, ছাগলনাইয়ায় ৩৭৫ জন, কুমিল্লার আদর্শ সদরে ৬৩০ জন এবং চৌদ্দগ্রামে ৪৮৫ জনসহ মোট দুই হাজার ৭৩৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *