রাজনীতি

৫ আগস্টের পরের চাঁদাবাজরা ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত হবে না

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যারা দেশে লুটতরাজ এবং চাঁদাবাজি শুরু করেছে তারা আগামীতে ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত হবে না বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ৫ আগস্টের পরে ২/৩ দিনে যারা লুটতরাজ করেছে, দখল করেছে; চাঁদাবাজি শুরু করেছে এরা যদি আবার ক্ষমতায় আসে তাহলে কীভাবে এদেশ চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত হবে।

এর আগে ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।

মতবিনিময় সভা শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সর্বত্র; দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য প্রশাসনকে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি। পাশাপাশি আমরা বলেছি এই সমস্ত জায়গাগুলোতে সুন্দর, স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে।

নির্বাচন বিষয়ে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, যৌক্তিক সময়ে নির্বাচন চাই। যৌক্তিক সময় বলতে যখনই পরিবেশ সৃষ্টি হবে। এটা আজকে, কালকে, ৬ মাস বা ১ বছর পরেও হতে পারে।

তিনি বলেন, আমরা সংস্কার চেয়েছি, এখানে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতিমুক্ত প্রশাসন যখন গড়তে পারবে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে এ রকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচনের ব্যবস্থা করা।

অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দিতে চান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ ‘অস্থির’ হওয়ার আগে নির্বাচন দিতে বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *