অক্টোবরে ভাঙ্গা-যশোর নতুন রেললাইন চালু হবে: রেলমন্ত্রী
আগামী অক্টোবরে ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত নতুন রেললাইন চালু করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার বামনকান্দা রেল জংশন ষ্টেশন পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, দ্রুতই প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল সড়কের কাজ চালু করার সিদ্ধান্ত নেয়া হবে। ভাঙ্গা-যশোর-বেনাপোল রেলপথে নতুন ট্রেন দেয়ার কথাও জানান তিনি।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম আরো বলেন, ফরিদপুরের জেলা সদরের চন্দনায় রেল স্টপেজ দেয়া হবে। এজন্য নতুন সূচীও ঘোষণা করা হবে। এ সময় স্টপেজের দাবিতে স্থানীয়দের আন্দোলন থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।
এ সময় রেল সচিব হুমায়ুন কবির, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খোদা, প্রকল্প পরিচালক আফজাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।