চট্টগ্রাম

অটোরিকশা নেই, চট্টগ্রামে যাতায়াতে দুর্ভোগ

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা ধর্মঘটের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অফিসগামীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বৃষ্টির কারণে গণপরিবহনে চাপ বেড়েছে এবং রিকশাও সহজে পাওয়া যাচ্ছে না।

চালক ও মালিক সমিতির মধ্যে বিরোধের জের ধরে এই ধর্মঘট চলছে। চালকেরা ব্যাটারিচালিত রিকশা বন্ধ, লাইসেন্স প্রদান সহজীকরণসহ ১০ দফা দাবি জানিয়েছেন। অন্যদিকে মালিক সমিতি ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তি, গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধসহ ৭ দফা দাবি তুলেছে।

দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পুলিশ উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে এবং সড়কে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেছে।

এদিকে যাত্রীরা বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রী এবং জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া মানুষরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

চালক সমিতির নেতা এরফান চৌধুরী জানিয়েছেন, মালিক পক্ষ আলোচনায় বসতে রাজি না হওয়ায় তারা থানায় জিডি করেছেন এবং বিজিবিতে স্মারকলিপি দেবেন।

মালিক সমিতির নেতা হায়দার আজম চৌধুরী বলেছেন, বহিরাগতরা ভাঙচুর চালিয়েছে, তাই আপাতত সিএনজি চলাচল বন্ধ থাকবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ জানিয়েছেন, দুই পক্ষ আলোচনায় বসতে চাইলে পুলিশ সহযোগিতা করবে, তবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *