চট্টগ্রাম

অতিবৃষ্টিতে বন্ধের পর বন্দরে কার্গো হ্যান্ডেলিং ফের শুরু

বৈরি আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কার্গো হ্যান্ডেলিং কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু হয়। এর আগে বুধবার রাতে অতিবৃষ্টির কারণে বহির্নোঙরের কার্গো হ্যান্ডেলিং কার্যক্রম বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব ওমর ফারুক সিভয়েস২৪’কে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃষ্টি হলে কনটেইনার হ্যান্ডলিংয়ে তেমন একটা প্রভাব পড়ে না। তবে কার্গো হ্যান্ডলিং বন্ধ রাখা হয়েছিল। বৃষ্টি থামার পর থেকে কার্গো হ্যান্ডলিংয়ের কাজ শুরু হয়েছে। এছাড়া অতিবৃষ্টির কারণে জেটিগুলোতে কনটেইনার সরানোর কাজের গতি কিছুটা কমেছে। তবে সিএসডি খালি করা হয়েছে। বৃষ্টি না হলেও গতি বাড়িয়ে কার্গো ও কনটিইনার হ্যান্ডলিংয়ের কাজ করা হবে।’

চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আমরা আট হাজার থেকে সাড়ে আট হাজার কনটেইনার হ্যান্ডলিং করার মাধ্যমে কনটেইনার জট কমিয়ে এনেছি। বর্তমানে বন্দরে ৩৯ হাজার ৩৮টি কনটেইনার আছে। এছাড়া বহির্নোঙরে ৬১টি ভ্যাসেল আছে। বৃষ্টি না হওয়া স্বাপেক্ষে অল্প সময়ের মধ্যমে কার্গো হ্যান্ডলিং বাড়িয়ে সেটিও নিয়ন্ত্রণে আনা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *