অতিরিক্ত মূল্য নেয়ায় কক্সবাজারে সাড়ে ৫২ হাজার টাকা জরিমানা
মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টাঙানো, ক্রয় রশিদ না দেখাতে পারা ও অতিরিক্ত মূল্য দাবি করায় কক্সবাজার শহরে ৫২ হাজার পাঁচ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।
অভিযানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টাঙানোর অপরাধে বাহারছড়া বাজারের তিনটি দোকানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ঘুন গাছতলা বাজারে ক্রয় রশিদ না দেখাতে পারা ও অতিরিক্ত মূল্য দাবি করায় তিনজন তরমুজ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অতিরিক্ত মূল্য, পণ্যের গায়ে ট্যাগ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য আলাদা করে না রাখা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অপরাধে কলাতলীর গ্রিন ভ্যালি সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দাম, রান্নাঘরের পরিবেশ উপযুক্ত না রাখা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকার অপরাধে জামান রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে নিয়ন্ত্রণ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।