কক্সবাজারচট্টগ্রাম

অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারের উখিয়ায় সেমিনার করার সময় ৩২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) বেলা ১২টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি বহুতল ভবন থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উখিয়ার আদালত পাড়া সংলগ্ন একটি বহুতল ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামক একটি প্রতিষ্ঠানে জড়ো হন রোহিঙ্গারা। সেখান ভবনের একটি কক্ষে সকাল থেকে ট্রেনিং ও সেমিনার শুরু করে। কিন্তু তাদের কাছে শরণর্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিনার বা স্থানীয় প্রশাসনের কোনও ধরণের অনুমতি ছিল না। তাই সেমিনার থেকে ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

এসময় তাদের ব্যবহৃত ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

উখিয়া থানার পরিদর্শক মো. শামীম হোসেন বলেন, ক্যাম্প থেকে অনুমতি ছাড়া বের হয়ে সেমিনার করার সময় ৩২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে উখিয়া থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বৈঠকের কারণ এবং কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *