খেলা

অনুশীলনে ফিরলেন মেসি

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা দল। সাম্প্রতিক সময়ে চোটের কারণে ব্যাপকভাবে ভুগেছেন দলটির প্রাণভোমড়া লিওনেল মেসি। তবে দুই দিন আগেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন মেসি একদম ফিট আছে, সে শিগগিরই অনুশীলনে যোগ দেবে। তারই পরিপ্রেক্ষিতে মায়ামিতে আলবিসেলেস্তে শিবিরে যোগ দিয়েছেন ফুটবল জাদুকর।

কোপা আমেরিকার আগে ১০ জুন ইকুয়েডরের বিপক্ষে এবং ১৫ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ দুটি এবং কোপার লড়াই সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আকাশী-সাদা জার্সিধারীরা।

চলতি বছর ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এলএমটেন। মায়ামির হয়ে ১২ ম্যাচে গোল করেছেন ১২টি এবং সতীর্থ্যদের দিয়ে করিয়েছেন ৯টি গোল। পরিসংখ্যানই বলে দিচ্ছে কোপা আমেরিকার আগে কতটা আগ্রাসী হয়ে আছেন মেসি।

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের নেপথ্য নায়ক তিনি। বিশ্বকাপের আগে ২০২১ সালে মেসির হাত ধরেই কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার করেছিল আর্জেন্টিনা। ৪ গোল আর ৫ অ্যাসিস্টে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট ও সেরা খেলোয়াড়ের গোল্ডেন ট্রফি দুটোই জেতেন এই মহাতারকা।

সেই লিওনেল মেসির সামনে এবার চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার। ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *